কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ বসতঘর থেকে মো. ইলিয়াছ (২৮) নামের রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ক্যাম্প ১/ইস্ট, ব্লক-ই/৪ এর মামুন রশিদের ছেলে। গতকাল সকাল পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এ সময় তিনি বলেন, মো. ইলিয়াছের লাশ তার বসতঘরের মেঝেতে পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাজিতপুরে ভুট্টা খেত থেকে তরুণের লাশ উদ্ধার : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর এলাকার একটি ভুট্টা খেত থেকে যুবরাজ ওরফে যুব (১৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি মাইজচর মধ্যপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে।
তার মাথা ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।