শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ

পশ্চিমা দেশগুলো নিজেদের ইচ্ছামতো হুকুম জারি করছে

নিজস্ব প্রতিবেদক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ঝালনাথ খানাল বলেছেন, মানবাধিকার বাস্তবায়নে বিভিন্ন দেশ বিভিন্নভাবে কাজ করছে, কোনো অভিন্ন পদ্ধতি নেই। ফলে পশ্চিমা কিছু দেশ নিজেদের ইচ্ছামতো হুকুম জারি করছে। নিজেদের স্বার্থ অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে। গতকাল সুপ্রিম কোর্ট অডিটরিয়াম হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের নজির পৃথিবীর প্রতিটি দেশেই আছে। প্রত্যেকটি দেশের নিজ নিজ রাজনীতির মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের পদ্ধতি অনুযায়ী সব ধর্মীয় সম্প্রদায়, সংখ্যালঘু তথা নাগরিকের সামগ্রিক উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মানবাধিকার উন্নয়নের প্রধান শর্ত অর্থনৈতিক উন্নতি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে, জীবনমানের উন্নতিও উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের ভূমিকা। নেপালের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নেপাল ও বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, পরম বন্ধু। আমরা বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ ও শিল্প খাতে আমদানি-রপ্তানি বৃদ্ধিতে ইচ্ছুক। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আমরা পরস্পরের মানবাধিকার উন্নয়নে যৌথভাবে কাজ করতে চাই।’ সভায় জার্মান জিবিপি ইন্টারন্যাশনালের এমডি ভলকার ইউ ফ্রেডরিচ বলেন, ‘বাংলাদেশের অন্যতম বাণিজ্য সহযোগী হিসেবে জার্মানির জনগণ গার্মেন্ট শিল্পে কর্মরত শ্রমিকদের মানবাধিকারের বিষয়ে সোচ্চার। শ্রমিকদের মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। বাকস্বাধীনতা ও উন্মুক্ত চিন্তার বিস্তারের বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করেছি। উল্লেখ্য, গত দুই বছরে এগুলোর উন্নতি ঘটেছে।’ বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভুটানের গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি স্বপ্না সাহা, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হাবিবুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর