বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্মার্ট নাগরিক হতে প্রয়োজন স্মার্ট শিক্ষা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট নাগরিক হতে প্রয়োজন স্মার্ট শিক্ষা : শিক্ষামন্ত্রী

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়াম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০৪১ সালে বাংলাদেশ স্মার্ট হবে। স্মার্ট নাগরিক হতে হলে প্রয়োজন স্মার্ট শিক্ষা। শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটাতে হবে। গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়াম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন, পানিসম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান ও কলেজের গভর্নিং বডির সদস্য ভূঁইয়া সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক সায়রা বেগম। দীপু মনি তার বক্তব্যে আরও বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে শিক্ষাক্রমে পরিবর্তন নিয়ে এসেছি। নতুন শিক্ষাক্রমে ছাত্র, শিক্ষক, অভিভাবক আনন্দিত-উচ্ছ্বসিত। কিন্তু সমাজের একটি অংশ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু না পেয়ে এ বিষয়টিকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি বলেন, যুগটা প্রযুক্তির, প্রযুক্তির ব্যবহার আমাদের করতেই হবে। কিন্তু এ প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। একটা কিছু দেখলেই লাইক, শেয়ার করা যাবে না। আঙুল চালানোর বিষয়টি চিন্তাপ্রসূত হতে হবে।

 

সর্বশেষ খবর