শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কালও মাঠে থাকবে আওয়ামী লীগ ঢাকায় আসনভিত্তিক শোডাউন

♦ উত্তর ও দক্ষিণে ১১ স্থানে হবে শান্তি সমাবেশ ও মিছিল ♦ সব মহানগরে থানায় থানায় নানা কর্মসূচি

রফিকুল ইসলাম রনি

বিএনপিকে কোনোভাবেই রাজপথ দখলে নিতে দেবে না আওয়ামী লীগ। আগামীকাল রাজধানীতে আসনভিত্তিক শোডাউন করবে ক্ষমতাসীন দল। ঢাকা মহানগর দক্ষিণে সাতটি এবং উত্তরে চারটি স্থানে শান্তি সমাবেশ করা হবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য-সন্ত্রাসের বিরুদ্ধে ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ইতোমধ্যে তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এদিন প্রতিটি মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে। সমাবেশে নগর নেতারা ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন সাতটি সংসদীয় আসনে সাতটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা-৪ সংসদীয় আসনে শ্যামপুর-কদমতলীতে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম উপস্থিত থাকবেন। ঢাকা-৫ সংসদীয় আসনে যাত্রাবাড়ী ডেমরায় সমাবেশে আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত থাকবেন। ঢাকা-৬ সংসদীয় আসনে ওয়ারি, গেন্ডারিয়া, সুত্রাপুরে সমাবেশে উপস্থিত থাকবেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা-৭-এর লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশালে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ঢাকা-৮ আসনে মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুরে থাকবেন প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন। ঢাকা-৯-এর মুগদা, সবুজবাগ, খিলগাঁওয়ে থাকবেন আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। ঢাকা-১০ সংসদীয় আসনে কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ধানমন্ডিতে শান্তি সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে চারটি স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ হবে। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এর মধ্যে মিরপুর-১ নম্বর গোলচক্কর বাসস্ট্যান্ডের খলিল ভবনের সামনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মপুরের টাউন হলের সামনে সমাবেশে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তরা আমিন কমপ্লেক্সের সামনে প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মধ্যবাড্ডা ইউলুপের সামনে অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ৪ মার্চ রাজশাহী মহানগরের প্রতিটি থানায় আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার স্বার্থে মাঠে থাকব। যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আমরা নানা কর্মসূচি নিয়ে মাঠে আছি এবং থাকব। আমরা আমাদের উন্নয়ন-অর্জন নিয়ে জনগণের কাছে যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর