সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নিহত সালাউদ্দিনের উপার্জনই ছিল পরিবারের ভরসা

সীতাকুণ্ডে বিস্ফোরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় লক্ষ্মীপুরের মো. সালাউদ্দিন নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকাতেই চলত দরিদ্র বাবার সংসার। ঘরে তার বাবা, সৎ মা, ২ ভাই ও ৩ বোন রয়েছে। গতকাল জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লরেন্স গ্রামের বাড়িতে গেলে সালাউদ্দিনের স্বজনরা এসব তথ্য জানান। তিনি একই এলাকার মহিজল হকের বড় ছেলে। স্থানীয়রা জানান, বাবা মহিজল হক লাঠিতে ভর করে চলাফেরা করেন। সালাউদ্দিনের পাঠানো টাকা ও মানুষের কাছে হাত পেতে সংসার চলত তার। অভাব অনটনে সংসারে বড় ছেলেই ছিল অন্যতম ভরসা। শনিবার রাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে একজন চিকিৎসক বাড়িতে ফোন দিয়ে সালাউদ্দিনের মৃত্যুর খবর জানিয়েছে। এদিকে খবর পেয়ে সকালে মহিজল তার অন্য দুই ছেলে সবুজ হোসেন ও রাকিব হোসেনকে নিয়ে সীতাকুন্ডে ছুটে গেছেন। সেখানে ছেলের লাশের জন্য অপেক্ষা করছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর