মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হজ ফান্ড করুন, ভর্তুকি দিন : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

হজ ফান্ড করুন, ভর্তুকি দিন : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগে হজের নিবন্ধনের জন্য মানুষ তদবির করতেন, এখন হাজার হাজার মানুষ নিবন্ধন বাতিল করছেন। আমরা চাই, ১ লাখ ২৭ হাজার জনই যেন নির্বিঘ্নে হজে যেতে পারেন। প্রয়োজনে ভর্তুকি দিতে হবে হজের জন্য। হজ ফান্ড করতে হবে। আমরা সবাই হজ ফান্ডে টাকা দিতে চাই। দেশের মানুষ হজের জন্য ফান্ডে টাকা দিতে প্রস্তুত আছে। গতকাল বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি আয়োজিত মতবিনিময় সভায় সরকারের প্রতি এ দাবি জানান। তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান। জি এম কাদের বলেন, দুর্নীতির কারণেই হজযাত্রীদের জন্য জনপ্রতি প্রায় ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য খরচসহ এ খরচ ৯ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তিনি আরও বলেন, দেশে মানুষের আয় বাড়ছে না কিন্তু প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়েই চলছে। সাধারণ মানুষ সংসার চালাতে পারছে না। বেশির ভাগ মানুষই অবর্ণনীয় কষ্টে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর