মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দাদা ম্যাচ ফ্যাক্টরির আগুনে ধোঁয়াচ্ছন্ন ৩ কিলোমিটার এলাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রায় ১৩ বছর ধরে বন্ধ থাকা খুলনা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত সালফার (ম্যাচে ব্যবহৃত বারুদ) গোডাউনে আগুন লেগেছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭ টার দিকে লাগা এই আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় নগরীর লবণচরা, রূপসা, টুটপাড়া, দোলখোলা, সাউথ সেন্ট্রাল রোড, হাজী মহসিন রোড, ডাকবাংলা মোড়সহ প্রায় ৩ কিলোমিটার এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ম্যাচ ফ্যাক্টরির অভ্যন্তরে একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। দীর্ঘদিন ধরে কক্ষটি পরিত্যক্ত অবস্থায় বন্ধ রয়েছে। হঠাৎ করে সালফার রাখা কক্ষটিতে আগুন ধরে যায়। পুরানো বারুদের কারণে অগ্নিশিখার পরিবর্তে ধোঁয়ার সৃষ্টি হয়।

জানা যায়, লোকসানের অজুহাতে ২০১০ সালের ১৮ আগস্ট বন্ধ হয়ে যায় খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি। সেই থেকে সালফার রাখা কক্ষটিও পরিত্যক্ত রয়েছে। তবে কক্ষটিতে কি পরিমাণ সালফার ছিল জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর