মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে ছাড়াল ৭০০ কোটি টাকা লেনদেন

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। প্রায় এক মাস পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। একই সঙ্গে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির। আর ১৭৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭২৭ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ২ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩৫ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৮টির এবং ৮৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর