শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কলকাতা উপহাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কলকাতা প্রতিনিধি

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানানো হয়। পরে কলকাতার স্মিথ লেনে অবস্থিত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, কলকাতাতেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল। তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় সিকদার মোহাম্মদ আসরাফুর রহমান, রঞ্জন সেন, মো. শামসুল আরিফ, রিয়াজুল ইসলাম, এ এস এম আলমাস হোসেনসহ উপহাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর