শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হজ খরচ কমানোর আহ্বান মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

নিজস্ব প্রতিবেদক

বিমানভাড়া কমানোসহ হজ প্যাকেজ থেকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার এবং ভর্তুকি দিয়ে হজযাত্রীদের খরচ সাড়ে ৪ লাখ টাকার নিচে আনার আহ্বান জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ আহ্বান জানানো হয়েছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ২০ মার্চের মধ্যে যদি এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, হজ পালনে অস্বাভাবিক ও অতিরঞ্জিত খরচ নির্ধারণ করে অমানবিক প্যাকেজ ঘোষণা এবং কোরবানির সময়ে পশুর চামড়ার মূল্য কমানোর প্রতিবাদ জানাচ্ছি।

সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শাহাদুজ্জামান মোল্লা, আবু শোয়াইব খান, আবদুল কুদ্দুস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর