মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
আবাসন প্রকল্প

রাজশাহীতে ঘর পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

যে মানুষগুলো পরিবার, সমাজ ও আত্মীয়স্বজনদের থেকে ঘৃণা ও তাচ্ছিল্য ছাড়া কিছুই পায় না, অপমান-বঞ্চনা যাদের নিত্যসঙ্গী; এমনকি পারিবারিক সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রেও যারা বঞ্চিত সেই তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। তাদের জন্য জমি ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তৃতীয় লিঙ্গের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এজন্য হাঁস, মুরগি, সবজি ও মাছ চাষের মতো ব্যবস্থা করা হচ্ছে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ জানান, রাজশাহী বিভাগের তিন জেলার ৩২ উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন। আগামী ১০০ দিনের মধ্যে পুরো বিভাগকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করতে কাজও চলছে। জানা গেছে, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নির্মিত প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট ও একটি রান্নাঘর। দুর্যোগসহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে পাঁচজন তৃতীয় লিঙ্গের মানুষ প্রত্যেকে একটি করে বাড়ি পাচ্ছেন। এর মধ্যে আছেন উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর এলাকার রুবেল হোসেন ওরফে রবিনা, বড়গাছী ইউনিয়নের নাগশোষা গ্রামের সম্রাট ওরফে সুমী খাতুন, নওহাটা পৌরসভার পূর্বপুঠিয়াপাড়ার আসাদ আলী ওরফে সাথী খাতুন, দুয়ারী বাঁধের ধারে বসবাসকারী সাগর আলী ওরফে সাগরিকা ও কৃষ্টগঞ্জ সাঁওতালপাড়ার ধীরেন সরকার ওরফে নদী খাতুন। বাড়ি পাওয়ার কথা শুনে উচ্ছ্বসিত এসব তৃতীয় লিঙ্গের মানুষ।  

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর