মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাবি শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি ছাত্রলীগ নেতার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফয়সাল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষে থাকেন। এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম স্বপনসহ তার ২০-২৫ জন সহযোগীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন। স্বপন একই হলের ৩০৫ নম্বর কক্ষে থাকেন।

হলের প্রাধ্যক্ষ ড. শরিফুল ইসলাম বলেন, রাতে বিষয়টি অবগত হয়েছি। ফয়সালকে ৪০৪ নম্বর রুমে এলোট দেওয়া হয়েছে। সে ওখানেই থাকবে। বিষয়টি সকালে সমাধান করা হয়েছে। পরবর্তীতে কেউ ঝামেলা করলে তার সিট বাতিল করা হবে। তবে মারধরের কোনো লিখিত অভিযোগ আমি এখনো পাইনি। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেব। মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম স্বপন বলেন, ওই সিটে অ্যাকাউন্টিং বিভাগের আহাদ নামের এক ছোট ভাইকে এলোট দিয়েছে। তাই তাকে অন্য সিটে যেতে বলা হয়। কিন্তু সে উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তখন উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। তবে মারধরের অভিযোগটি মিথ্যা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর