বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মন্ত্রীর পিএ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতার ওই ব্যক্তির নাম ‘বাস পঞ্চঞ্চা শাকিব’। অভিযানে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার রহমাননগর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, গ্রেফতার বাস পঞ্চঞ্চা শাকিব প্রতারণার জন্য ‘চট্টগ্রামের চাকরিবাকরি’ নামে একটি ফেসবুক পেজ খোলেন। ওই পেজে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে ভুক্তভোগী মেসেঞ্জারে যোগাযোগ করলেও বাস পঞ্চঞ্চা শাকিব নিজেকে এক মন্ত্রীর পিএ দাবি করে চাকরির জন্য ১ লাখ ৬০ হাজার টাকা চান। তার কথামতো ভুক্তভোগী ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। পরে প্রতারণার বিষয়টা বুঝতে পেরে কাউন্টার টেররিজম ইউনিটে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাস পঞ্চঞ্চা শাকিবকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর