শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার পক্ষে অনড় ইবি শিক্ষকরা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) গুচ্ছে থাকার আহ্বান জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির আয়োজিত গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ আহ্বান জানানো হয়। তবে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে এখনো অনড় রয়েছেন শিক্ষকরা। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে একধাপ এগিয়ে আছে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। তবে গুচ্ছে থাকবে কি  না- এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এদিকে আগামী ১১ এপ্রিলের মধ্যে সব বিভাগের বিভাগীয় শর্তগুলো একাডেমিক কমিটির সুপারিশসহ  রেজিস্ট্রার দফতরে জমা দিতে বলা হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘আমরা চার এপ্রিলের মধ্যে ভর্তি কমিটির সভা ডাকার আহ্বান করেছিলাম।

গত ২ এপ্রিল আমরা উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের সিদ্ধান্তে এখনো একমত আছেন। আমরা ঈদের বন্ধের আগেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি দিতে চাই। সেভাবে এগোচ্ছি।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা এখনো নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষা নিতে অনড় রয়েছি। আমরা একধাপ এগিয়ে রয়েছি। কারণ আমাদের কেন্দ্রীয় ভর্তি কমিটির ফরম্যাট রয়েছে। শুধু সভা আহ্বান করে সিদ্ধান্ত নেবে।’

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার। আমরা ৮ তারিখের দিকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও এটা নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য দ্রুত সিদ্ধান্ত নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর