রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সেলাই মেশিন পেয়ে পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখছেন ৩০ নারী

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একজন মানবিক মানুষ : ইমদাদুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সেলাই মেশিন পেয়ে পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখছেন ৩০ নারী

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দরিদ্র ৩০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন উপহার হিসেবে দেওয়া হয়েছে। কালের কণ্ঠের শুভসংঘের সহযোগিতায় গতকাল দুপুরে নগরীর কামালকাছনা এলাকায় শুভসংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবিবুর রহমান প্রধান, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক ইরা হক প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান। সেলাই মেশিন পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রংপুর নগরীর মিস্ত্রীপাড়া এলাকার বিথী আক্তার বলেন, তার সংসারে পাঁচজন সদস্য। স্বামী কাওসার হামিদ একজন পান দোকানদার। স্বামীর একার আয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। তাই প্রশিক্ষণ নিয়ে সেলাই মেশিন দিয়ে বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখছেন তিনি। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের কল্যাণে সংসারের আর্থিক অনটন ঘুচবে। নগরীর পূর্ব জুম্মাপাড়া এলাকার সীমা আক্তারের বাবা মারা গেছেন। মা-সহ চার বোন নিয়ে সংসার। এখনো বিয়ে করেননি। তিনি বলেন, আর্থিক সচ্ছলতা আনতেই তিনি এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সেলাই মেশিন পেয়েছেন। তিনি আশা করেন তাদের আর দুর্দিন থাকবে না। পূর্ব শালবন এলাকার ইয়াসমিন আরা রীনা। স্বামী বিদ্যুতের মিস্ত্রি। দুই ছেলে রয়েছে। তারা লেখাপড়া করছে। সংসারে বাড়তি আয়ের জন্য তিনি এখানে প্রশিক্ষণ নিয়েছেন। উপহার পাওয়া সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তাদের মতো ৩০ জন নারী সেলাই মেশিন পেয়ে পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখছেন। অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একজন মানবিক মানুষ। তিনি দেশ ও মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হতদরিদ্র ও অসচ্ছল মানুষের আস্থার প্রতীক। তিনি বলেন, করোনাকালীন বসুন্ধরা গ্রুপের উদ্যোগে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৫০ হাজার মানুষকে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শীতের সময় দেড় লাখ কম্বল বিতরণ করা হয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন এলাকায় স্কুল করা হয়েছে। স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস, মুরগি, ছাগল দেওয়া হচ্ছে; যাতে দেশের মানুষ দরিদ্র না থাকে। রংপুরসহ চার জেলায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রতিটি উপজেলায় প্রাথমিক স্কুল গড়ে তোলা হবে। যাতে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যায়। এসব সামাজিক ও কল্যাণমূলক কাজ করা সম্ভব হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের আন্তরিকতায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর