বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

ঝড়ের ক্ষতি এড়াতে পাকা ধান দ্রুত কাটার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখার শঙ্কায় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে সরকার। ফসলের ক্ষতি এড়াতে পাকা ধান, আম ও অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, হাওরে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আর সারা দেশে ৬০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। এ পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের শঙ্কা তৈরি হওয়ায় সতর্কতামূলক পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। তথ্যমতে, ফসলের সম্ভাব্য ক্ষতি এড়াতে অধিদফতরের অতিরিক্ত পরিচালকদের মাধ্যমে কিছু নির্দেশনা মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করার জন্য কৃষকদের বলতে হবে। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর