বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

ইউএনও আসছেন শুনে দৌড়ে পালায় ভুতুড়ে পরীক্ষার্থী

দুই সহায়কের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জে ভুতুড়ে এসএসসি পরীক্ষার্থী পালানোর কাজে সহায়তা করায় গতকাল দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ইউএনও সজল চন্দ্র শীল। এরা হলেন-  এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব হাবিবুর রহমান খান ও হল সুপার বাদশা আলমগীর খান। কর্তব্যে অবহেলার দায়ে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুল কেন্দ্রের বর্ধিত ভবনের ২ নম্বর রুমে হিমি নামের এক শিক্ষার্থী (রোল-৮০১৬৩৫) পরীক্ষা দেয়। গতকাল রসায়ন পরীক্ষার দিন হিমির পেছনের একটি সিটে কলেজপড়ুয়া বোরকা পরিহিত একটি মেয়ে হিমির উত্তরপত্র লিখে দেয়। হিমির মা উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত তার মেয়ের (হিমি) রুমের সামনে দাঁড়িয়ে থাকেন। ঘটনার সত্যতা যাচাইয়ে ইউএনও ছুটে এলেন। কিন্তু তিনি ওই কক্ষে ঢোকার আগেই কেন্দ্র সচিব ও হল সুপার ভুতুরে পরীক্ষার্থী মেয়েটিকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। পরীক্ষার হলের আসন বিন্যাসেও  সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। নামপ্রকাশে একাধিক পরীক্ষার্থী জানায়, অন্যান্য পরীক্ষায়ও হিমির উত্তরপত্র লিখে দেয় প্রক্সি মেয়েটি। কেন্দ্র সচিব ও হল সুপারের প্রত্যক্ষ সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, সিটপ্ল্যান স্যারেরা করেছেন। অভিযুক্ত হিমি নামের ওই পরীক্ষার্থীর পেছনের সিটটি ফাঁকা কেন? এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর