বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

আঘাত এলে পাল্টা জবাব : কাদের

নিজস্ব প্রতিবেদক

আঘাত এলে পাল্টা জবাব : কাদের

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবারও রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুরসহ সব সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। কেউ আসুক বা না আসুক একই ধারা আগামী জাতীয় নির্বাচনেও থাকবে। এই নির্বাচনে বাধা দিতে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। এ সময় তিনি বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা আসুন, দেখুন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কাকে বলে।

ঢাকা ছাড়াও সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায়, মহিউদ্দিন মহি প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর