শিরোনাম
শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বাজেটে দীর্ঘমেয়াদি ভিশন রয়েছে

ইসলামিক গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুরোপুরি অভিনন্দনযোগ্য বলার সুযোগ নেই। তবে বাজেটে দীর্ঘমেয়াদি ভিশন রয়েছে। যার মধ্যদিয়ে আগামীতে বাংলাদেশের অগ্রযাত্রা কোনদিকে, এলডিসি গ্র্যাজুয়েশনসহ নানা বিষয়ের পথপরিক্রমার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল বলেন, প্রস্তাবিত বাজেটে সরাসরি ট্যাক্সের পাশাপাশি সব কিছুতেই ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্তের কষ্ট বাড়বে। জিনিসপত্রের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। জিনিসপত্রের দাম আরও বাড়বে। তিনি বলেন, বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই বিষয়টি ইতিবাচক। তবে এই আয়সীমা অন্ততপক্ষে ৫ লাখ করার সুযোগ করা যেতে পারে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর