শিরোনাম
রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

এক দিনও টিকল না পোস্টার বৃষ্টিতে ভিজে পড়ল মাটিতে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণার উৎসবে মেতে উঠেছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার দুপুর থেকে নগরীর বিভিন্ন স্থানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যানার ও পোস্টার লাগানো শুরু করেন। গভীর রাত পর্যন্ত তারা রশি দিয়ে পোস্টার ঝুলানোর কাজ করেন। কিন্তু শেষ রাতে ভারী বর্ষণে পোস্টারগুলো ভিজে মাটিতে পড়ে যায়। সকালে এই দৃশ্য দেখে হতাশ হন প্রার্থী ও তাদের সমর্থকরা। জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাত পর্যন্ত পোস্টার লাগানোর কাজ করেন বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা। বেশির ভাগ প্রার্থী শ্রমিক লাগিয়ে পোস্টার লাগান। রাস্তার পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা রশি দিয়ে পোস্টার ঝুলিয়ে রাখেন। কিন্তু গতকাল ভোররাতে সিলেটে মুষলধারায় বৃষ্টি হয়। এতে পোস্টার ভিজে নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তবে যেসব প্রার্থী লেমিনেটিং করা পোস্টার লাগিয়েছেন সেগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে।

এদিকে, প্রথম দিন যাদের পোস্টার ভিজে নষ্ট হয়েছে তাদের গতকাল পোস্টার লেমিনেটিং করে লাগাতে দেখা গেছে।

সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজেরা বেগম জানান, শুক্রবার দুপুরে প্রতীক পাওয়ার পর তার কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে পোস্টার লাগান। কিন্তু রাতের বৃষ্টিতে সব পোস্টার ভিজে নষ্ট হয়ে গেছে। তাই এখন লেমিনেটিং করা পোস্টার লাগানোর চিন্তা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর