শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাবির সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে যুবক কারাগারে

রাবি প্রতিনিধি

দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে আরিফ ইসান নামে এক বহিরাগত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন, দায়িত্ব পালনে বাধা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে গতকাল আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ রাসেল মাঠের পুকুরপাড়ে বিকালে এক নারী সহপাঠীর সঙ্গে বসে ছিলেন আরিফ। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তখন নিয়মিত টহলে বের হয় প্রক্টরিয়াল টিম। পুকুরপাড়ে দুজনের অশালীন কর্মকান্ড দেখে পরিচয় জানতে চান সহকারী প্রক্টর সরওয়ার হোসেন। তখন পরিচয় না দিয়ে তর্কে জড়ান এবং তার পরিচয়পত্র দেখতে চান বহিরাগত যুবক। তখন উভয়ের মধ্যে উচ্চবাচ্য বিনিময় হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেন তিনি। এ ঘটনায় তাকে আটক করে প্রক্টর দফতরে এনে সন্ধ্যায় পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া ক্যাম্পাসে মাদকসহ অন্যান্য অপকর্মে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে। শিক্ষার্থীসহ যারাই এসব অপকর্মে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর