সন্ধ্যা থেকে গুঁড়িগুঁড়ি। রাত ৮টা থেকে মুষলধারে। গত রাতে কয়েক ঘণ্টার এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়ে রাতে ঘরমুখী লোকজন। অনেকেই বৃষ্টির কারণে কর্মস্থল থেকে বের হতে পারেননি।
রাত ১১টার দিকে রাজধানীর বেগম রোকেয়া সরণিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে। এর আধা ঘণ্টা আগেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। রাত সোয়া ১০টার দিকে ওই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়।
জলমগ্ন সড়কে আটকা পড়ে দীর্ঘক্ষণ কাটাতে হয়েছে অনেককে। তাদের একজন স্কুল শিক্ষার্থী জুহাইবা ইসলাম। সে জানায়, স্কুল ছুটির পর কোচিং করে মায়ের সঙ্গে রাত ৯টায় সিদ্ধেশ্বরী থেকে বাসায় ফিরছিল। তাদের বাসা ধানমন্ডির মিতালি সড়কে। ফেরার পথে রাত ১০টার দিকে ধানমন্ডি-৫ নম্বর সড়কসংলগ্ন সাতমসজিদ সড়কে এলে সিএনজিচালিত অটোরিকশায় পানি ঢুকে সেটি বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা ধরে তারা আর কোনো যানবাহন না পেয়ে বন্ধ অটোরিকশায় আটকে ছিল।
রাত সাড়ে ১০টার দিকে নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমে থাকতে দেখা যায়।
মতিঝিলে জলাবদ্ধতায় পানি হাঁটু পর্যন্ত উঠে যায়। এ ছাড়া কুড়িল, বনানী, তেজগাঁও, খামারবাড়ি, ধানমন্ডি ২৭, শুক্রাবাদ, চন্দ্রিমা, শেওড়াপাড়ায়ও পানি জমে যায়। বৃষ্টির সময় ধানমন্ডি ২৭ এবং তেজগাঁওয়ে চলাচল করা গাড়িগুলো সড়কে স্থির বসে ছিল দীর্ঘ সময়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও ঢাকায় বৃষ্টি হতে পারে।
গতকাল সন্ধ্যার পর ঢাকা ছাড়াও রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। আজকের পূর্বাভাসে তারা জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ সময় বজ্রপাতও হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।