মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দিনে গরম রাতে ঠান্ডা বাড়ছে রোগবালাই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ঋতুচক্র পথপরিক্রমায় খেই হারিয়ে ফেলছে। পঞ্জিকা অনুসারে এখন হেমন্তকাল হলেও উত্তরাঞ্চলে এখন তিনটি ঋতুর আমেজ বিরাজ করছে। জলবাযুর পরিবতর্নের ফলে প্রকৃতির খামখেয়ালীপনা বেড়ে গেছে এ অঞ্চলে। দিনে গরম রাতে ঠান্ডা এবং ভোরে কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। ফলে আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না অনেকেই। তাই প্রায় প্রতিটি ঘরে ঘরে লেগে রয়েছে সর্দি, কাশি, জ্বরসহ নানা রোগবালাই। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুরসহ আশপাশের এলাকাগুলোয় এখন দিনের তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রি এবং রাতে ২১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গতকাল বাতাসের আর্দ্রতা ভোর বেলায় ছিল ৯১ শতাংশ। আর দুপুরে ৫১ শতাংশে নেমে আসে। রাত এবং দিনের তাপমাত্রার ফারাক কমে এসেছে। এতে দিনের বেলা  গরম এবং রাতে শীত অনুভূত হচ্ছে। অথচ শীত ঋতু আসতে এখনো প্রায় দেড় মাস বাকি। প্রকৃতির এ আচরণের ফলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রগুলোসহ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে জ্বর-সর্দিজনিত রোগীর ভিড় বাড়ছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর