বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারসহ সব ধরনের জনবল সংকট চরমে। চতুর্থ শ্রেণির জনবল ঘাটতি থাকায় হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারছে না কর্তৃপক্ষ। ৫০০ শয্যার হাসপাতাল ঘাটতি জনবল দিয়ে প্রতিদিন ২ হাজার রোগীর চিকিৎসাসেবা দিচ্ছেন তারা। সরকারি খোলার দিন বহির্বিভাগেও চিকিৎসা নেন কয়েক হাজার রোগী। তবে তাদের সেবায় সন্তুষ্ট নয় তারা। ডাক্তার ডেকে পাওয়া যায় না। ঘাটতি জনবল দিয়ে রোগীর প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘাটতি পূরণে জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। জনবল কাঠামো অনুযায়ী, ৫০০ শয্যা হাসপাতালে ২২৪ ডাক্তারের পদে ১৮২ জন এবং ৯৭৫ নার্সের স্থলে আছেন ৯৪৬ জন। টেকনিশিয়ান ও টেকনোলজিস্টসহ তৃতীয় শ্রেণির ১০৬টি পদে ৭৯ জন এবং চতুর্থ শ্রেণির ৪২৬টি পদে কর্মরত আছেন ২৩৫ জন। ৫০০ শয্যার হাসপাতাল ঘাটতি জনবল দিয়ে প্রতিদিন সেবা দিচ্ছেন ২ হাজার রোগীর। এ প্রজন্মে ৫০০ শয্যায় নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন ধান্ধায় ব্যস্ত। কাজের কাজ শূন্য। ওয়ার্ডগুলো নোংরা-পুতিদুর্গন্ধময়। অপরিষ্কার বিছানা। যেখানে সেখানে ক্লিনিক্যাল বর্জ্য আর ময়লার স্তূপ। টয়লেট-বাথরুমগুলোও অসহনীয়। অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে দম বন্ধ হওয়ার উপক্রম হয় রোগী ও স্বজনদের। এক-দুজন জনবল দিয়ে ধারণ ক্ষমতার অধিক রোগীর বর্জ্য-ময়লা নিয়মিত পরিষ্কার রাখা সম্ভব নয় বলে দাবি মহিলা মেডিসিন ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স আসমা বেগমের। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রত্যাশিত সেবা পেতে চতুর্থ শ্রেণির জনবল বাড়ানো জরুরি বলে মনে করেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। একই কথা বলেছেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। ডাক্তারসহ সব সেক্টরে জনবল বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, ডাক্তারসহ সব জনবলে ঘাটতি থাকায় কর্মরতদের ওপর বাড়তি চাপ পড়ছে। তারপরও রোগীর সন্তুষ্টি নেই। চতুর্থ শ্রেণির জনবল ঘাটতির কারণে হাসপাতাল পরিচালনা দুরূহ হয়ে পড়েছে বলে তিনি স্বীকার করেন। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে জনবল নিয়োগ করা হবে বলে জানান পরিচালক। ডাক্তার-কর্মচারীদের বেশিরভাগ স্বাস্থ্য খাতের বিভিন্ন ব্যবসায় জড়িত থাকায় হাসপাতালে কাজ করার সময় পান না তারা।
শিরোনাম
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা