শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রূপসা নদীতে ড্রেজিং দাবি উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নদীপথে মালামাল পরিবহনে ভোগান্তি এড়াতে খুলনার রূপসাসহ ভৈরব, মাথাভাঙ্গা ও শৈলমারী নদী খননের দাবি জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা।

তারা বলেছেন, ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য ফিরিয়ে না আনলে মোংলা বন্দরের সঙ্গে নদীপথে খুলনা নদী বন্দরের মালামাল পরিবহন চরম হুমকির মুখে পড়বে। যার প্রভাব ব্যবসা বাণিজ্যের ওপরও পড়বে।

গতকাল খুলনায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উন্নয়ন কর্মীদের বৈঠকে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ্জামান বলেন, রূপসা নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। ফলে অতিবৃষ্টিতে খুলনা শহর নিমজ্জিত হলেও নদীতে পানি নিষ্কাশন ব্যাহত হয়। এতে খুলনা শহরসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে নদীপথে মালামাল পরিবহন ও খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে নদী খননের বিকল্প নেই।

বৈঠকে সংগঠনের মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, সহসভাপতি মো. নিজাম-উর রহমান লালু, শাহীন জামাল পন, অ্যাডভোকেট কুদরত-ই খুদা, মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর