রাজশাহী রেলস্টেশনে বখাটের কিলঘুসিতে মাইনুল ইসলাম (৪৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি গোদাগাড়ীর মঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে। রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তানভীরকে (১৭) আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। গতকাল মাইনুল ইসলামের স্ত্রী আলম আরা বাদী হয়ে জিআরপি থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার রাতে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বলেন, প্ল্যাটফরমে রেলওয়ে থানার এসআই সাহাদাতের সঙ্গে তারা কয়েকজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় ৪ ও ৫ নম্বর প্ল্যাটফরমে তিনজন তরুণ অস্বাভাবিকভাবে ঘোরাফেরা ও ধূমপান করছিলেন। তাদের চলে যেতে বললে পুলিশের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে গালাগালও শুরু করেন। তখন এসআই সাহাদাত তাদের ধরার জন্য আনসার সদস্যদের নির্দেশ দেন। তরুণরা পালানোর সময় আনসার সদস্যরা তাদের ধাওয়া দেন। তারা মাইনুল ইসলামের বুকে কিলঘুসি মারলে তিনি পড়ে যান। অন্য আনসার সদস্যরা একজনকে ধরে ফেলেন। সহকর্মী আনসার সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তানভীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক