গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি। ১১ বছর হলো আজ। এখনো শেষ হলো না সেই হত্যা মামলার বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার বিরুদ্ধে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় তান্ডব চালায় জামায়াত শিবিরের সশস্ত্র সদস্যরা। এ সময় তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। গংশারহাটের এক আওয়ামী লীগ সমর্থককে জিহ্বা কেটে, চোখ উপড়ে হত্যা করে। এ ঘটনার ধারাবাহিকতায় হত্যা করা হয় আরও তিনজনকে। নিহত চার পুলিশ সদস্য হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের খাজা নাজিম উদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতের চর এলাকার তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা এলাকার হজরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাবলু মিয়া। চার পুলিশ হত্যা মামলার ৭৪ জন সাক্ষীর মধ্যে গত ১০ বছরে সাক্ষ্য নেওয়া হয়েছে ৩৮ জনের। ২ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। ৭৪ জন সাক্ষীর মধ্যে তিনজন ম্যাজিস্ট্রেটকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে। এর মধ্যে আরিফুল ইসলাম ও মাহবুবর রহমান নামের দুজন ম্যাজিস্ট্রেট ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের সাক্ষ্য ধার্য দিনে গ্রহণ করা হবে। আদালত সংশ্লিষ্টরা জানান, আসামি মৃত্যু, মহামারি করোনা ও আদালতে বিচারক না থাকায় বিচারে কিছুটা ধীরগতি হয়েছে। তবে খুব দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষ করে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ শেষ হবে বলে প্রত্যাশা তাদের। সাঈদীর রায়ের দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জে হরতালের ডাক দেয় জামায়াত শিবির। হরতালের সমর্থকরা এদিন সকাল থেকেই সুন্দরগঞ্জের সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, কঞ্চিবাড়ী, বেলকা, দহবন্দ, হরিপুর ও বামনডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ-মিছিল করে হরতাল পালন করে। হরতাল পালনের নামে তারা শোভাগঞ্জ, ছাইতানতলা ও বামনডাঙ্গা বাজার, বীর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, বামনডাঙ্গা রেলস্টেশন, রেলের প্রকৌশল অফিসসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে। আগুন জ্বালানোসহ উপড়ে ফেলা হয় বামনডাঙ্গা রেলস্টেশনের লাইন। ১১ বছর পরও সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ভুলতে পারেননি স্থানীয়রা। আতঙ্ক কাটেনি প্রত্যক্ষ তান্ডব দেখা মানুষগুলোর। আজও নিরাপত্তা নিয়ে শঙ্কিত মামলার সাক্ষীরা। এ ছাড়া আলোচিত এ মামলার ১০ বছরেও জড়িতদের বিচার না হওয়ায় হতাশ নিহতের স্বজন, ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত মামলার বিচার শেষ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয়দের। ঘটনার পর থেকেই প্রতিবছর এ দিনটিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্য তোজাম্মেল হক, নাজিম উদ্দিন, বাবলু মিয়া ও হজরত আলী স্মরণে চার পুলিশের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুন্দরগঞ্জের পুলিশ।
শিরোনাম
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
গাইবান্ধায় চার পুলিশ হত্যা : ১১ বছরেও শেষ হলো না বিচারকাজ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর