চট্টগ্রামজুড়ে বেপরোয়া গতিতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। অলিগলি পেরিয়ে মূল সড়কে চলছে পঙ্খিরাজের মতো। ব্যাটারি রিকশার বেশির ভাগ চালক কিশোর। যাদের নেই কোনো অভিজ্ঞতা। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দীন বলেন, মূল সড়কে এলেই ট্রাফিক আইন অনুযায়ী জরিমানা করা হয়। তিনি জানান, এসব রিকশার বেপরোয়া গতির কারণে নানা দুর্ঘটনা ঘটছে। সরেজমিন দেখা গেছে, নগরীর বাকলিয়া এক্সেস রোড নামে পরিচিত জানে আলম দোভাষ সড়কটি নগরের যানজট কমানোর পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরের যোগাযোগ সহজ করার জন্য নির্মাণ করা হয়। কিন্তু এ সড়কে এখন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। সড়কটির চন্দনপুরার মুখে এবং কালামিয়া বাজার সংলগ্ন মুখে দুই প্রান্তে প্রতিনিয়তই অটোরিকশা জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকে। যার কারণে সড়কটির দুই প্রবেশমুখে সবসময় যানজট লেগে থাকে।
নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। স্থানীয় রাজনৈতিক নেতারা এসব অটোরিকশাপ্রতি স্থানভেদে দৈনিক ১৫০-২০০ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।