সপ্তাহের শুরুতে দরপতন দিয়ে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেদদেনে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে সবকটি মূল্যসূচক।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৯৭টি প্রতিষ্ঠানের। আর ৩০টির দাম অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে নেমে গেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬২২ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন হয় ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪২ কোটি ৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে অগ্নি সিস্টেমের ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে বিচ হ্যাচারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ১ লাখ টাকা।