পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের কারণে আটকা পড়া পর্যটকরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিজ গন্তব্যে ফিরতে পারছেন। কারফিউ জারি করার কারণে কক্সবাজারে প্রায় ১০ হাজার পর্যটক আটকা পড়েছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং সেবায় ব্যাঘাত ঘটায় হিমশিম খেতে হচ্ছে। এতে তারা আর্থিক সংকটে পড়েছেন। ফলে খাবার এবং থাকা নিয়ে অসুবিধায় পড়েছেন তারা। এদিকে বিমান চলাচল স্বাভাাবিক থাকলেও টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল সরেজমিন কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, শত শত পর্যটক কারফিউ পাসের জন্য অপেক্ষা করছেন। গাজীপুর থেকে আসা পর্যটক দম্পতি সুহান ও শাহিনুর বলেন, তারা গত চার দিন আগে কক্সবাজার বেড়াতে আসছিলেন। রবিবার চলে যাওয়ার কথা থাকলেও কারফিউ থাকার কারণে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। অবশেষে জেলা প্রশাসকের পাসের কথা জানলে তারা জেলা প্রশাসন কার্যালয়ে কারফিউ পাসের জন্য আসেন। এরই মধ্যে তাদের বাজেট যা ছিল তা শেষ হয়ে গেছে। বাড়ি থেকেও মোবাইল ব্যাংকিংয়ে টাকা নেওয়ার ব্যবস্থা হচ্ছে না। ঢাকার রামপুরা থেকে আসা পর্যটক রাসেল মাহমুদ বলেন, বিমানের টিকিটের দাম দ্বিগুণ নিচ্ছে। বাস নিয়েও বাড়ি ফিরতে পারছি না। এতে গত দুই দিন ধরে কষ্টে আছি। পরে জানলাম জেলা প্রশাসন থেকে পাস নিয়ে যাওয়া যাবে। সে জন্য ডিসি অফিসে এলাম। নিরাপদে বাড়ি ফিরতে পারব বলে আশা করছি। তবে আটকা পড়া পর্যটকদের জন্য সুখবর দিলেন কক্সবাজার জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার) ৫০টি বাসে করে ৫ হাজার পর্যটক নিজ গন্তব্যে ফিরবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গণি উসমানি বলেন, আটকা পড়া পর্যটকদের বিশেষ ব্যবস্থায় নিজ গন্তব্যে ফিরতে পারবেন। মঙ্গলবার ৫০টি বাসে করে ৫ হাজার পর্যটক পৌঁছানো হবে। একই সঙ্গে যাদের প্রাইভেট বা ভাড়া করা গাড়ি যাদের আছে তারাও পাস নিয়ে বাসগুলোর সঙ্গে যেতে পারবেন। এ সুবিধা শুধুমাত্র পর্যটকদের দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, রবিবার এবং সোমবার ৪ হাজারের বেশি পর্যটক পাস নিয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার ৫০টি বাসে করে আরও ৫ হাজার পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় পৌঁছানো হবে। এর পরও পর্যটক থেকে গেলে তাদের বিশেষ ব্যবস্থায় পৌঁছানো হবে।
শিরোনাম
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া