বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পশ্চিম রেলের ৩৭ ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রেলওয়ে পশ্চিমের অধীনে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বের ৩৭টি মেইল ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন। তবে প্রথম দিনে যাত্রী কম দেখা গেছে। পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সে দিনও ট্রেন চলাচল করেনি। এরপর থেকে বন্ধই ছিল ট্রেন চলাচল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় ৩৭টি ট্রেনের মাধ্যমে পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল শুরু হলো। পশ্চিম অঞ্চলে ৪৩টি মেইল ট্রেন আছে। তবে প্রথম দিনে ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি। বুধবার (আজ) থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর