পাকিস্তানের করাচি থেকে এবার আরও বেশি পণ্য নিয়ে এসেছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের সেই জাহাজ। গতকাল সন্ধ্যায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ এটি জেটিতে ভেড়ার কথা।
সংশ্লিষ্ট সূত্র জানান, এবার জাহাজটিতে ৮২৫ টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার রয়েছে। এসব কনটেইনার নামিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ২০০ টিইইউএস কনটেইনার নিয়ে যাবে এ জাহাজ। আমদানি কনটেইনারের মধ্যে পাকিস্তানের করাচি থেকে লোড করা হয়েছে ৬৯৯ টিইইউএস। বাকিগুলো দুবাই থেকে এসেছে।
পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার জাহাজটিতে করে পাকিস্তান ও দুবাই থেকে ৩২৮ টিইইউএস কনটেইনার পণ্য আমদানি করা হয়। ওই সময় শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল ও পিঁয়াজ এনেছিলেন একাধিক আমদানিকারক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, শিপিং এজেন্টের তথ্যানুযায়ী এবার জাহাজটিতে সোডা অ্যাশ, মারবেল স্টোন, গার্মেন্ট অ্যাকসেসরিজ, আলু, চিনি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে চিনি ও সোডা অ্যাশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, জাহাজটি করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এলেও এর সাধারণ রুট হচ্ছে দুবাই-করাচি-চট্টগ্রাম-ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-ভারত এবং পুনরায় দুবাই। আগে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি হতো, যাতে খরচ পড়ত বেশি। নতুন রুটটি চালু হওয়ায় সময় ও ব্যয় দুটিই সাশ্রয় হচ্ছে।