বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে সরকারের দ্বৈত ভূমিকা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। কারা সরকার চালাচ্ছেন তা নিয়ে বিভ্রান্তি ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী জনসংহতির সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, হত্যা মামলায় অভিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেশত্যাগ করতে দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে নীতি-নির্ধারকরা তার দায়িত্ব নিচ্ছেন না। সরকার গঠনের নয় মাস পরেও যদি এ ধারা চলতে থাকে, তাহলে সরকারের বিশ্বাসযোগতা বা কার্যকারিতা বলে কিছু থাকে না। যত দিন যাচ্ছে সরকারের মধ্যেই নানা সরকার, নানা কেন্দ্র বেরিয়ে আসছে। এক উপদেষ্টার বক্তব্যেও তার স্বীকৃতি মিলেছে। তিনি গোটা এ পরিস্থিতির দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ওপরই বর্তাবে। সংগঠনের আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহবুবুল করিম টিপু, সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুবনেতা স্বাধীন মিয়া, জামিরুল রহমান ডালিম, শাফায়াত কামাল দিব্য, রফিকুল ইসলাম রকি, আরিফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবদুল হাকিম আমিন প্রমুখ।