পাবনার ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। আহতদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার পদ্মা নদীর সাড়া ঘাটের চরের বালুমহালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদীর সাড়া অংশের বালুমহালের ইজারাদার সুলতান আলী বিশ্বাস টনি। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে নাটোরের লালপুর চরের বালুমহালের ইজারা পান মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম। এর মধ্যে গতকাল সকালে বালু উত্তোলনকে ঘিরে সংঘর্ষে জড়ায় এ দুই পক্ষ। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে।
বালুমহালের সাড়া অংশের ইজারাদার যুবদল নেতা সুলতান আলী বিশ্বাস টনি বলেন, সকালে বালু উত্তোলনের জন্য আমাদের লোক নৌকা নিয়ে বালুমহালে যায়। এ সময় তিনটি নৌকায় করে এসে সন্ত্রাসীরা আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। তখন ছয়জন গুলিবিদ্ধ হন, আর বেশ কয়েকজন আহত হন।
সংঘর্ষের বিষয়ে জানতে মোবাইলে লালপুর চরের বালুমহালের ইজারাদার শহিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।