সব নাগরিকের ভোটাধিকার এবং নিরাপদ ও সঠিক নির্বাচন নিশ্চিত করতে ডিজিটাল মোবাইল থাম্ব ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। পাশাপাশি সময়োপযোগী ও সাহসী বক্তব্য দেওয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে স্বাগত ও সমর্থন জানিয়েছেন তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেশের চলমান বিনাশী সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত মজলুম জনগণের মনের বেদনাই প্রতিধ্বনিত হয়েছে। দেশ ও জনগণের জীবনের স্বাধীনতা ও গণতন্ত্র একদিকে অভ্যন্তরীণভাব যেমন ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে, তেমনই বিদেশি অপশক্তির হীনস্বার্থের জবরদখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আতঙ্ক দেখা দিয়েছে।