ভোলায় দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বৈষম্য লাঘবের লক্ষ্যে “মানবাধিকার সুরক্ষা ও সহায়তা” প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তনয় কর্মকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আতিকুর রহমান রনি, ভোলা নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে, জেলা বিডিইআরএমের সহ-সভাপতি এবং বিডিইআরএম-এর অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে তাদের মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি দারিদ্র হ্রাস ও সামাজিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/আশিক