বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা কমিটির সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভসংঘের সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন উপস্থিত সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং কমিটির দায়িত্বপ্রাপ্তদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনস্বার্থে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে— সে বিষয়ে মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্যে লায়ন আরমান চৌধুরী রবিন বলেন, ‘শুভ কাজে সবার পাশে’— এটি সময়োপযোগী একটি শ্লোগান। এই শ্লোগান আমাদের সকলকে ভালো কাজের জন্য এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ আজ দেশের অন্যতম আলোচিত একটি সংগঠন। দুর্যোগ কিংবা সংকটে দেশের অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং মেধাবীদের সংগঠিত করে কার্যকর ভূমিকা রাখছে সংগঠনটি। চাঁদপুরেও একইভাবে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা লায়ন গোলাম হোসেন টিটু এবং রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন। পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন কালের কণ্ঠ'র চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ।
বিডি প্রতিদিন/জামশেদ