খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল অভিযান চালিয়ে অভিযুক্ত ক্লিনার আবদুল জব্বারকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালালকে আটক করা হয়। পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়।
দুদক কর্মকর্তারা জানান, গত ২১ সেপ্টেম্বর চিকিৎসকের অনুমতি ছাড়াই অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হলে সাইফুল ইসলাম নামে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে অভিযান চালিয়ে অভিযুক্ত ক্লিনারকে আটক করা হয়। এ সময় বহির্বিভাগে দুদকের দুই অফিসারকে ভালো চিকিৎসার কথা বলে কথিত ডাক্তারের কাছে নিয়ে যায় দালাল চক্র। সেখান থেকে দুই নারী দালালকে আটক করা হয়।
এদিকে রোগী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে গতকাল হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন খুলনার সর্বস্তরের ছাত্র-জনতা।
বিক্ষোভ শেষে তারা হাসপাতালের পরিচালক বরাবর অভিযোগ পেশ করেন।
এ সময় তারা বলেন, হাসপাতালে নানা সিন্ডিকেটের কারণে হয়রানির শিকার হতে হয়। সঠিকভাবে সেবা দেওয়া হয় না। বকশিশ ছাড়া কেউ কাজ করতে চান না। চিকিৎসকের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার কারণে যে নির্মম মৃত্যু হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না।