ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য না থাকলে সব অর্জন ব্যর্থ হবে। এ সুযোগে আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান হবে। গতকাল এনপিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
ড. ফরহাদ আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবাসী গতানুগতিক পদ্ধতিতে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আবারও সংকট তৈরি হবে। আর এ সংকটের দায়ভার সরকারকেই নিতে হবে।