কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাজিতপুর ও নিকলী উপজেলার বিভিন্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁর সমর্থকরা। বাজিতপুর পৌর সদরের বটতলা মোড় থেকে নিকলী উপজেলা সদরের শহীদ সরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে এ কমসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বাজিতপুর অংশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ এবং নিকলীর অংশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।