চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাজীশ্বরাই গ্রামে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টার দিকে স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাড়ির সদস্য ও অতিথিদের বেঁধে রেখে স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আবদুল মান্নানের মেয়ের বিয়ে ছিল। অনুষ্ঠান শেষে কনে বিদায় দেওয়া হয় সন্ধ্যা ৭টার দিকে। অতিথিদের বড় একটি অংশ চলে গেলেও নিকট আত্মীয়রা তখনো বাড়িতে অবস্থান করছিলেন। দিবাগত রাত ৩টার দিকে দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ডাকাতদল ভিতরে ঢোকে। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে ফেলে। ডাকাতরা তাদের পরনে থাকা ১৫ ভরির মতো স্বর্ণালংকার এবং ঘরে থাকা ১ লাখ টাকা নিয়ে যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশপাশেই পুলিশের টহল টিম ও গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ডাকাতদল বাড়ির পেছনে ধান খেত দিয়ে পালিয়ে যায়। এটি মহাসড়ককেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।