১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:৪০

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৬৫, আক্রান্ত ৭০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৬৫, আক্রান্ত ৭০ হাজারের বেশি

ফাইল ছবি

চীন যেন আদতেই মৃত্যুপুরী। করোনা ভাইরাসে দেশটিতে মৃত্যুর হার বাড়ছে বিদ্যুৎ গতিতে। চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। অতি দ্রুত ছড়াচ্ছে এই অদৃশ্য হামলাকারী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্ব জুড়ে এই ভাইরাস সংক্রমণের ভয়াল চেহারা এখনও আসেনি। তবে চীন ছাড়া কয়েকটি দেশে এই ভাইরাসের উপস্থিতি সামনে আসছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে সেটা চিনের মতো ভয়াবহ আকারের নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ২৫টি দেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, অনুন্নত ও দূর্বল অর্থনীতির দেশে এই ভাইরাস ছড়িয়ে গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। আর সেই আশঙ্কা বাড়ছেই।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্যে উঠে এসেছে করুণ ছবি। তিনি বলেছেন, করোনাভাইরাসে চীনের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা ধরা পড়েছে। পরিস্থিতি মোকাবিলা ১১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে সরকার।


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর