ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। লেবানন ও ইসরায়েলেও ছড়িয়েছে করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যজুড়ে এখন করোনা আতঙ্ক।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ইরানে সব ফ্লাইট বাতিল করেছেন কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতির সূত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইরান থেকে আসা কুয়েতি নাগরিকদের কোয়ারেন্টাইন করে রাখা হবে বলেও জানানো হয়েছে। ইরানি নাগরিক, ইরানে থাকার অনুমতি আছে এবং ইরান থেকে বিদেশি পর্যটকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা