মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছে এক ইতালীয় নাগরিক। ইউরোপে করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়েছে করোনাভাইরাস।
৭৮ বছর বয়সী ওই ইতালীয় নাগরিক ইতালির পাদুয়া শহরে মারা যান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা এ তথ্য জানিয়েছেন। ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি।
শুক্রবার দিনের শুরুতে ইতালির দক্ষিণাঞ্চলে ১০ শহরে স্কুল, সরকারি কার্যালয়, রেস্তোরাঁ, কফি শপ বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। সূত্র: ডিডাব্লিউ
বিডি প্রতিদিন/ফারজানা