মহামারী করোনাভাইরাসে গতকাল শনিবার চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৬৪৮ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩৯৭ জন।
আজ রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল একদিনেই মারা গেছে ৯৭ জন এর মধ্যে ৯৬ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। অন্য ব্যক্তি গুয়াংদং প্রদেশের।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ২৪০০ জন এবং আক্রান্ত হয়েছে ৭৭ হাজার।
বিডি প্রতিদিন/ফারজানা