২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৯

করোনাভাইরাস আতঙ্কে ইরান সীমান্তে পাকিস্তানের জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস আতঙ্কে ইরান সীমান্তে পাকিস্তানের জরুরি অবস্থা জারি

পাকিস্তানের বালুচিস্তান সরকার ইরানের সঙ্গে সীমান্তবর্তী সব জেলায় জরুরি অবস্থা জারি করেছে। মহামারী করোনাভাইরাসে নাকাল হয়ে পড়েছে ইরান। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন এ করোনাভাইরাসে ইরানে মারা গেছে ৬ জন। এরমধ্যে প্রতিবেশী কুয়েত ও সৌদি আরব ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধের পদক্ষেপ নিয়েছে। 

গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বালুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল আলিয়ানির সঙ্গে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন। দেশে যাতে ভাইরাস প্রবেশ করতে না পারে এ বিষয়ে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন তিনি।

ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত শহর তাফতানে ইমারজেন্সি সেন্টার স্থান করা হয়েছে এবং চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। ইরান থেকে সীমান্ত দিয়ে যারা পাকিস্তানে আসছেন তাদের শারিরীক পরীক্ষা করা হচ্ছে। সূত্র: ডন

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর