দক্ষিণ কোরিয়ায় কয়েক হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, গত তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো নতুন রোগীর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি দাঁড়িয়েছে।
শুক্রবার দেখা যায়, গতকাল দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ১৭৭ জন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু ডেগু শহর ও নিকটবর্তী উত্তর জিয়ংসাং প্রদেশে নাটকীয়ভাবে করোনা সংক্রমণের হার কমেছে। এ দুই অঞ্চলেই দেশটির প্রায় ৯০ শতাংশ করোনা রোগী রয়েছেন। ২১ ফেব্রুয়ারির পর থেকে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ছিল গতকাল। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আল আমীন