গোটা বিশ্বের মত দক্ষিণ এশিয়াতেও বাড়ছে করোনা আতঙ্ক। শুক্রবার পর্যন্তই ভারতেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। বৃহস্পতিবারই আতঙ্ক না-ছড়াতে দেশবাসীর কাছে অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রাণঘাতি ভাইরাসের মোকাবিলায় করোনা মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই আহ্বান জানান।
নরেন্দ্র মোদি বলেন, আমাদের পৃথিবী নভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। সরকার ও নাগরিকরা নিজেদের মতো করে এর মোকাবিলার চেষ্টা চালাচ্ছে। বিশ্বের জনসংখ্যার বড় অংশের অবস্থান যে দক্ষিণ এশিয়ায়, সেখানে নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিতে কোনও কমতি থাকা উচিত নয়।
সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর 'করোনা মোকাবিলায় পরিকল্পনা'র জন্য আহ্বান জানিয়ে প্রয়োজনে 'ভিডিও কনফারেন্সে আলোচনা'র কথাও বলেন তিনি।
প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া দিয়েছে টুইট করেছেন নেপাল, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রী মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রীও।
বিডি প্রতিদিন/আরাফাত