করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ছে। বিশ্বজুড়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
করোনা ভাইরাসের উৎসস্থল চীনে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার চীনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ জন।
অপরদিকে, এদিন ইতালিতে মারা গেছেন ১৮৯ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২১ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১৫ হাজার ১১৩ এবং মারা গেছেন ১ হাজার ১৬ জন।
ইতালির পর রোগটির প্রাদুর্ভাব বেশি ইরানে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৮৫ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ১১ হাজার ৩৬৪ এবং মারা গেছেন ৫১৪ জন।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ৫ হাজার ১১১ জন।
বিডি প্রতিদিন/আরাফাত