করোনা আক্রান্তদের জন্য ব্যাপক আকারে জ্বালাপোড়া নিরোধক বা অ্যালার্জি নিরোধক জাতীয় ওষুধ সেবন খারাপ বলে সতর্ক করে প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। গত শনিবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন এক টুইটে এ সতর্কবার্তা জানান।
ওই টুইটে তিনি লেখেন, জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। যদি কারও সাধারণ জ্বর হয়, তবে প্যারাসিটামল নেয়া যেতে পারে। আর যদি কেউ অ্যালার্জি বা প্রদাহ নিরোধক ওষুধ নিতে চায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
প্যারাসিটামল সেবনের পরামর্শ দিয়ে তিনি আরও লেখেন, কোনো ধরনের প্রদাহ বৃদ্ধি ছাড়াই এটি জ্বর কমাতে পারে। জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে এবং এটি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দিতে পারে। উল্লেখ্য, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন নিজে একজন নিউরোলজিস্ট।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ